http://www.pipilika.com/
সিলেটের শাহজালাল
বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের
একদল
শিক্ষার্থী দেশের প্রথম
সার্চ ইঞ্জিন
‘পিপীলিকা’
pipilika .com
তৈরি করেছে ।
বাংলাদেশে প্রথমবারের
মতো এটি তৈরি হয়েছে ।
বাংলা ও ইংরেজি দুই
ভাষাতেই কাজ করতে সক্ষম
এই সার্চ ইঞ্জিন।
১৩ই এপ্রিল ‘পিপীলিকা’
উদ্বোধন করা হবে।
শাবিপ্রবি এর ১১ জন
ডেভেলপার
মিলে এটি তৈরি করেছেন।
তারা হলেন- মিশু, তালহা,
তালহা ইবনে ইমাম, তৌহিদ
সাজ্জাদ, আসিফ, বাকের, অপু,
ফরহাদ আশিষ এবং মাকসুদ।
এছাড়াও ৩০ জন
শিক্ষার্থীর থিসিসের ওপর
ভিত্তি করে এর প্রজেক্ট
তৈরি করা হয়েছে।
No comments:
Post a Comment