Thursday, 10 September 2015

শিতালং শাহ

শিতালং শাহ :-
সিলেট জেলার তৎকালীন করিমগঞ্জ মহকুমার শ্রীগেীরি মৌজায় ১৮০০ সালে জন্ম গ্রহন করেন । তাঁর বাবা মুন্সি জাহা বখশ । শিতালং শাহের প্রকৃত নাম মোহাম্মদ সলিম শাহ । সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলবাড়ির মওলানা আবদুল ওহাব ছিলেন তাঁর মারফতি সাধনার দীক্ষাগুরু ।
শিতালং শাহ নিজে গান গাওয়ার পাশাপাশি গান রচনাও করতেন । তাঁ শিষ্য আসকর আলী এসব লিপিবদ্ধ করে রাখতেন । কিন্তু জীবদ্দশায় তাঁর কোনো বই প্রকাশিত না হলেও পরবর্তীতে বিভিন্ন তাঁর গানের কয়েকটি সংকলন প্রকাশ করেছেন । ১৮৮৯ সালে তিনি মৃত্যবরণ করেন ।




ঠগা খাইলাম রে ভাই বন্ধুয়ার বাজারে,
মাতিয়া বুলিয়া ঠগিয়া যার ধৈলাম না দুয়ারে ।

ঠগের হাট ঠগের বাজার ঠগের পসার
এবার না ধরিলে ঠগ ঠগবে বারে বার ।

দিনে ঠগে রাইতে ঠগে আর ঠগে কামে
অচেতন হইলে ঠগে আর ঠগে ঘুমে ।

ঠগ ধরা পড়িয়াছে ভাই বন্ধুয়ার বাজারে
চল যাই দেখে আসি মে ঠগেনি ঠগিয়েছে আমারে ।।

শিতালং ফকিরে কহে আল্লা নিরঞ্জন

ধরিতে না পাইলাম ঠগ হইয়া এক মন-গো ।

No comments:

Post a Comment