দুদ্দু শাহ
:- ( ১৮৪১ – ১৯১১ )
যশোর জেলার হরিণাকুণ্ডু
উপজেলার বেলতলা গ্রামে ১৮৪১ সালে জন্ম গ্রহণ করেন । তাঁর বাবা ঝড়মন্ডল একজন কৃষক ছিলেন
। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন । হরিশপুর গ্রামে শ্রীনাথ পাঠশালায় শিক্ষাজীবন শুরু
হয় । শিক্ষা পেয়েছিলেন আরবী, ফার্সি ও সংস্কৃত ভাষায় ।
৩০ বছর বয়সে লালনের
কাছে শিষ্যত্ব গ্রহণ করে বাউল গান লিখতে শুরু করেন । শেষ বয়সে দৃষ্টি শক্তি হারিয়ে
ফেলেছিলেন । ১৯১১ সালে মৃত্যুবরণ করেন ।
No comments:
Post a Comment