শেখ বানু :- ( ১৮৪৯ - ১৯১৯).
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে ১৮৪৯ সালে জন্মগ্রহণ করেন । তাঁর বাবা মুন্সি নাসির উদ্দিন । তিনি ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান ।
অল্প বয়সে পিতাকে সহযোগিতা করার জন্য ব্যবসায় মনোনিবেশ করেন । কিছুদিনের মধ্যে ব্যবসায় নামযশ করে ‘ ভানু বেপারি ’ হিসেবে এলাকায় পরিচিতি পান । একসময় নিজ গ্রামেরই সার বানুকে বিয়ে করেন ।কিন্তু তাঁদের কেনো সন্তান না হওয়ায় বামৈ গ্রামের জুলেখা বিবিকে বিয়ে করেন । এরপরও সন্তানের মুখ দেখতে পারেন নি শেখ ভানু ।
একদিন ব্যবসা – সংক্রান্ত কাজে নৌকা করে ভৈবর বাজার যাওয়ার সময় নদীর তীরের দিকে দৃষ্টি পড়ে শেখ ভানুর । তিনি দেখতে পারলেন একটা মৃত মানুষের শবদেহ টেনে – হিচঁড়ে খাচ্ছে কয়েকটি কাক ও কুকুর । ওই দৃশ্য দেখে শেখ ভানুর মনে ভাবান্তর হয় । ধীরে ধীরে ঝুঁকে পড়েন গানের জগতে । এ পর্যন্ত তাঁর লেখা প্রায় শতাধিক গানের সন্ধান পাওয়া গেছে । তিনি ১৩২৬ বঙ্গাব্দের ( ১৯১৯ সাল ) ৩ কার্তিক মৃত্য বরণ করেন ।
No comments:
Post a Comment