Monday, 31 August 2015

শাহ আব্দুল লতিফ (১৮৪০ - ১৯৬০ )

শাহ আব্দুল লতিফ : (১৮৪০ - ১৯৬০ )
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার পার্শ্ববর্তী ফুলগাঁও গ্রামে ১৮৪০ সালে জন্ম গ্রহণ করেন ।তাঁর বাবা সৈয়দ আনোয়ার উদ্দিন । ছোট থাকতেই বাবা – মা মারা যান । এ সময় নানি তাঁকে লালন – পালন করে বড় করে তোলেন । ভারতের একটি মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন । তাঁর তিন মেয়ের মধ্যে বর্তমানে এক মেয়ে জীবিত রয়েছেন । আব্দুল লতিফ প্রায় দুইশ গান রচনা করেছেন । তিনি ১৯৬০ সালে ( ২৭ কার্তিক ১৩৬৭ বঙ্গাব্দ ) মৃত্যবরণ করেন ।

No comments:

Post a Comment