হাসনাত মুহ.আনোয়ার
একজন লেখক ও কবি হিসাবে সুপরিচিত । পত্র
– পত্রিকায় কলাম নিবন্ধ ছড়া রম্যরচনা লিখে পাঠকনন্দিত । তাঁর রম্যরচনা – কাকন’স জার্নাল,পুথি
– বিলাতনামা সুধীমহলে প্রশংসিত । একজন গীতিকার হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে । অবশ্য
কাকন ফকির নামেই গান লিখে থাকেন । একসময় অডিও ক্যাসেটে এবং অধুনা ইউটিউবে তাঁর গান
শ্রোতামহলে সমাদৃত । সিলেটের বিশ্বনাথ উপজেলার বড়তলা গ্রামে জন্ম,মাতৃলালয় ছাতক উপজেলার
গোবিন্দগঞ্জ এবং সুনামগঞ্জ শহরে লেখাপড়া ও লেখালেখির সুত্রপাত । দু- দশকের অধিক কাল
ধরে বিলেতের ব্রাডফোর্ড শহরে সপরিবারে বসবাস করছেন ।
লোকসাহিত্য বিষয়ে গবেষণা এবং স্থানীয় ইতিহাস
বিশেষত ব্রাডফোর্ড শহরে বাংলাদেশিদের বিগত ষাট বছরের ইতিহাস নিয়ে একটি তথ্যসমৃদ্ধ বই
লেখার কাজে ব্যস্ত রয়েছেন । এক দশকের গবেষণার ফসল এ বইটির কাজ সমাপ্ত প্রায় । অবসরে
বাগান করা এবং স্থানীয় ইতিহাসের মাল মশলা সংগ্রহের লক্ষ্যে ঘুরে বেড়ানো তাঁর শখ ।
হাসনাত মুহ.আনোয়ারের জন্ম
আমার জন্ম: ২ জানুয়ারী ১৯৬৫ খ্রী:
প্রথম লেখা: ১৯৭৮ এ সাপ্তাহিক সিলেট
সমাচার এ .. একটি ছড়া । ১৯৮০ থেকে গান লেখা শুরু করেন ।
Hasnat Mohd.Anwar is not only a
genious writer but he is equally a prominent poet and a poet of folk Bengal. He
is abouve all a lyric composer of Surma- valley.
In his creations, he has been able to
create a beautiful pen picture of his time,his people and place. Regardless of
race, religion & gender humanity is the prime focus in his creation.
His lyrics echoes the great Surma
Valley based on the dolk traditions of Bangladesh. He has tried to fulfil the
mission of universal humanitarian appeal. In his creations,he represents a very
special special sense of culture of his own people.
I wish his every success in the year
to come.
Dr. Shafi Uddin Ahmed
Professor
Dept of Bengali
M C College, Sylhet
Bangladesh
কলঙ্কিনী কইরা মোরে কই লুকাইলায়,
বন্ধু মন মনুরায়,দিন থাকিতে দেখানি দিবায় ।।
পাগলিনীর বেশে ঘুরি নগরে নগর
যার কাছে যাই তারে জিগাই,তোমারও খবর
তোমারও বিরহের আগুন, জ্বলছে কলিজায় ।।
তোমার আশায় হারাইলাম কুল, এই না সংসারে
কুল পাইতে কুলনাশা হই,ঘুরি দ্বারে দ্বারে
একবার দেখা দাও আমারে, আছি যে আশায় ।।
তোমার মোহন রুপ দেখিতে, মনে বড় আশা
আশা পুরাও দয়াল বন্ধু, কইরো না নিরাশা
ফকির কাকন কুল বিনাশা মিনতি জানায় ।।
No comments:
Post a Comment