Monday 24 August 2015

বাউল সাধক কালা শাহর গান ( ১৮২০ - ১৯৬৯)

কালা শাহ : ( ১৮২০ - ১৯৬৯)

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন । তাঁর বাবা তমিজ বেপারি । তাঁর তিনটি গানের সংকলন প্রকাশিত হয়েছে । এগুলো হচ্ছে : প্রেম তরঙ্গ, রত্ম সাগর ও আনন্দ সাগর । তিনি প্রায় চার শ গান লিখেছেন । তাঁর জন্ম-মৃত্য প্রসঙ্গে দিরাইয়ের বাউল গীতিকার সয়াল শাহের তথ্যানুযায়ী, কালা শাহ দেড়শ বছর জীবিত ছিলেন । তিনি মুক্তিযুদ্ধের বছর দুয়েক আগে মারা যান । সেই হিসেবে তাঁর জন্ম সাল ১৮২০ । 

আমার মুর্শিদ পরশমনি গো, লোহারে বানাইলায় কাঞ্চা সোনা
মুর্শিদ রতন অমুল্য ধন, জীবন থাকতে চিনলাম না ।।

মুর্শিদ চরণ যে করছে সাধন,বিনা দুধে দৈ পাতিয়া তুলিয়াছে মাখন
সেই যে মাখন,কর ভক্ষণ,ভবক্ষুধা থাকবে না ।।

মুর্শিদ নামে গলে পর হার, কুলকলঙ্ক লাজলজ্জা কি করিব তোমার
এগো মুর্শিদ,মুর্শিদ,মুর্শিদ বইলে, সদায় কর কল্পনা ।।

হৃদ কমলে যখন ফুটবে ফুল,মন মনুরা জ্ঞানচান তোর হইবে আকুল
এগো দেখলে ছবি পাগল হবি, কারো মানা শুনবে না ।।

মুর্শিদ নামে ছাড়বে নিঃশ্বাস, মনারবছে হাওয়া নিকলে কেবলও বাতাস
এগো নিঃশ্বাসে বিশ্বাস করিয়া ধ্যানে নামটি জপ না ।।

কালা শায় কয় আরে মন পাগল,সরলে গরল মিশাইয়া হারাইলে সকল
এগো সরল দেশে ডুবিয়া থাক, গরল লাগ পাবে না ।।


No comments:

Post a Comment